বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে আলোচিত টিকটকার মাহিয়া মাহিকে এক পুরুষ সঙ্গীসহ আটক করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) গভীর রাতে নগরীর পোর্ট রোড এলাকার হোটেল রোদেলা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে তল্লাশি চালানো হয়। এ সময় স্বামী-স্ত্রী পরিচয়ে থাকা মাহিয়া মাহি ও এক পুরুষকে হোটেলের একটি কক্ষ থেকে আটক করা হয়। তাদের সঙ্গে থাকা আরও এক তরুণীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
তবে স্বামী-স্ত্রী পরিচয় দিলেও টিকটকার মাহি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বলে পুলিশ জানায়। এ কারণে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “হোটেল রোদেলা থেকে দুই তরুণী ও একজন ছেলেকে আটক করে থানায় আনা হয়েছে। এর মধ্যে স্বামী-স্ত্রী পরিচয় দেওয়া ব্যক্তিদের ব্যাপারে যাচাই-বাছাই চলছে। পরিবারের লোকজনকে ডাকা হয়েছে।”
এদিকে মাহির আটকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সংবাদকর্মীরা হোটেলের সামনে গিয়ে ভিডিও ধারণ করতে থাকেন। এ সময় মাহি ও তার সহযোগীরা উপস্থিত সাংবাদিকদের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠেন।