অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে রিয়াজ উদ্দিন (৩১) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টায় কুমিল্লার বাগমারা উত্তর ইউনিয়নের পশ্চিম চেঙ্গাহাটা বাগমারা-মগবাড়ি সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াজ উদ্দিন চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ঘড়িমণ্ডল গ্রামের বেলাল হোসেনের ছেলে।
জানা গেছে, গত শুক্রবার বিকেলে বাড়ির উঠোনে পিছলে পড়ে রিয়াজের বাবা বেলাল হোসেনের হাত ভেঙে যায়। খবর পেয়ে রিয়াজ ছুটি নিয়ে গতকাল রাত ১১টার দিকে নিজের মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশে রওনা দেন।
কর্মস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে পশ্চিম চেঙ্গাহাটা মোড়ে পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ডোবায় পড়ে যান। এতে সড়কের পাশে একটি পিলারে আঘাত লাগায় তার থুতনি ফেটে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, ‘ছুটি নিয়ে রিয়াজ উদ্দিন বাড়ি যাচ্ছিলেন। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। আমরা তার মাগফেরাত কামনা করছি।’