তথ্য মন্ত্রণালয়ের সদ্য সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, এ দেশে আমরা যদি নিরাপদ না থাকি, তাহলে আমাদের শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মাহফুজ আলম।
সমাবেশে তিনি বলেন, দেশের বাইরে গিয়ে যারা দেশের ভেতরের লড়াইকে ছড়িয়ে দিচ্ছে, তাদের উদ্দেশে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। তার ভাষায়, যদি দেশের লড়াই দেশের বাইরে নিয়ে যাওয়া হয়, তাহলে মুক্তির লড়াইও দেশের বাইরেই বিস্তৃত হবে। সামনে পরিস্থিতি অত্যন্ত সংকটময় উল্লেখ করে তিনি বলেন, আমাদের ওপর কোনো আঘাত সহ্য করা হবে না, আমাদের গায়ে হাত দেওয়া যাবে না।
মাহফুজ আলম বলেন, ৫ আগস্টের পর তাদের হাতে যথেষ্ট ক্ষমতা ছিল। তখন তারা চাইলে অনেক কিছুই করতে পারতেন। কিন্তু নিজেদের সংযত রেখেছেন বলেই আজ এই সাহস দেখানো হচ্ছে। তিনি বলেন, ক্ষমা করে যদি ভুল হয়ে থাকে, তাহলে আর সেই ভুল করা হবে না।
সুশীলতা করে লাভ নেই উল্লেখ করে তিনি বলেন, অনেক ধৈর্য দেখানো হয়েছে। রিকনসিলিয়েশন ও ট্রুথের কথাও বলা হয়েছে। আইসিটি ট্রাইব্যুনালে স্বচ্ছ প্রক্রিয়ায় বিচার করার কথা বলা হয়েছে। কিন্তু একদিকে বিচার চলবে, আর অন্যদিকে আইনের ফাঁক গলে দেশ ছেড়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়ে সেখান থেকে বাংলাদেশে সন্ত্রাসে উসকানি দেওয়া হবে, এটি বরদাস্ত করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দেশের বাইরে আশ্রয় নিয়ে বাংলাদেশে সন্ত্রাস চালানোর চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। এ ধরনের হামলা বা উসকানি আর মেনে নেওয়া হবে না।


