বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে নিরাপত্তা চাইলে তা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের কারও নিরাপত্তা নিয়ে শঙ্কার সুযোগ নেই। সরকার সবাইকে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে প্রস্তুত।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “বাংলাদেশে কারও কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। যে কেউ প্রয়োজন মনে করলে রাষ্ট্রীয়ভাবে তার নিরাপত্তার ব্যবস্থা করা হবে।”
বৈঠক শেষে তিনি আরও বলেন, বিডিআর হত্যাকাণ্ড তদন্ত কমিশনের প্রতিবেদন গুরুত্বসহ পর্যালোচনা করা হচ্ছে। যেসব সুপারিশ বাস্তবায়নযোগ্য, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
নির্বাচনের ঝুঁকিপূর্ণ কেন্দ্র প্রসঙ্গে প্রশ্ন করা হলে উপদেষ্টা জানান, কতগুলো কেন্দ্র ঝুঁকিতে ধরা হচ্ছে, এ নিয়ে আলোচনা হয়েছে, তবে তালিকা এখনো চূড়ান্ত হয়নি। এছাড়া নির্বাচনে ব্যবহারের জন্য কতটি বডি ক্যামেরা কেনা হবে, সেটিও পরে জানানো হবে।


