দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনে তাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, “জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!”এই সংক্ষিপ্ত বার্তায় তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে স্ত্রী ও কন্যাসহ তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-২০২ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দীর্ঘ প্রবাসজীবন শেষে এদিনই তিনি আবার দেশের মাটিতে পা রাখেন।
বিমানবন্দরে পৌঁছানোর পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানকে স্বাগত জানান। সেখানে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তিনি বিশেষ বাসে করে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় দলের আয়োজিত গণসমাবেশস্থলের উদ্দেশে রওনা হন।
দলীয় সূত্র জানায়, পূর্বাচলের ওই সমাবেশে কয়েক লাখ নেতাকর্মী উপস্থিত থাকবেন। সেখানে তারেক রহমান দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখবেন।
সমাবেশ শেষে তিনি বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে বিরতি শেষে সকাল ১১টা ১৩ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।


