খুলনায় আদালতের সামনে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে দুই যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এলাকার সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, শহরের রূপসার বাগমারা এলাকার রাজন ও হাসিব মহানগর ও দায়রা জজ আদালতে একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে এসেছিলেন। হাজিরা শেষে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের ওপর গুলি চালায় এবং চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।
পরে পথচারীরা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রকাশ্যে এমন হত্যাকাণ্ডে উদ্বেগ জানিয়েছে আদালতের আইনজীবীরা।
খুলনা মহানগর পুলিশের সহকারী কমিশনার শিহাব করিম বলেন, আদালতের সামনে দুইজনকে গুলি করে হত্যা করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।


