যশোরে জুলাই যোদ্ধা এনাম সিদ্দিকীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। রোববার (৪ জানুয়ারি) সকালে সদর উপজেলার এনায়েতপুর এলাকায় মারপিটের পর তার বুকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত এনাম সিদ্দিকী এনায়েতপুর এলাকার মৃত খন্দকার আমিনুল্লাহর ছেলে। পরিবার জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের সময় উত্তরায় পুলিশের গুলিতে তিনি মাথায় গুরুতর আহত হয়েছিলেন।
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৮টার দিকে এনাম বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা দুই ব্যক্তি প্রথমে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এরপর বুকে তিনবার ছুরিকাঘাত করা হয়। এনামের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
স্বজনদের দাবি, হত্যার উদ্দেশ্যেই এনামের ওপর এই হামলা চালানো হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বিচিত্র মল্লিক জানান, এনামের বুকে, ঘাড়ে ও বাহুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা গুরুতর। বর্তমানে তাকে সার্জারি বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক প্রতিক্রিয়াও দেখা দিয়েছে। যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন বলেন, “আসন্ন নির্বাচন বানচাল করতেই জুলাই যোদ্ধাদের টার্গেট করা হচ্ছে।” তিনি দ্রুত হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান।


