কুষ্টিয়ায়র দৌলতপুর উপজেলায় পারিবারিক আর্থিক অনটন ও জমি-সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে নিজ ছেলের হাতে প্রাণ হারান মা করুনা রানী ভদ্র (৬২)।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার চক মিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, ঘটনা দিন রাতে করুনা রানী তার ৬ বছর বয়সী নাতনিকে সঙ্গে নিয়ে ঘুমিয়েছিলেন। পাশের ঘরে ছিলেন বড় ছেলে রবি ভদ্র ও তার স্ত্রী। মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে একপর্যায়ে রবি ক্ষিপ্ত হয়ে ধারালো বটি নিয়ে বসতঘরের ভেতরেই মায়ের গলায় কোপ দেন। এসময় করুনা লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই সময় কোৗশলে রবি পালিয়ে যায়।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, অভিযুক্ত রবিকে গ্রেফতারের চেষ্টা চলছে।