জামালপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি সন্দেহভাজন বাস থেকে ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে জামালপুর পৌর এলাকার ফুলবাড়িয়া দড়িপাড়া মোড়ে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জামালপুর সদর উপজেলার মো. আবুল হোসেন (৪৯) এবং তাঁর স্ত্রী শাহিদা বেগম (৩৫)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক পরিবহনে ব্যবহৃত সেই একটি বাসও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বেও একাধিক মামলা রয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব অভিযান নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ২২ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।” তিনি আরও জানিয়েছেন, উদ্ধারকৃত মালামাল ও আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ-Car্যবাহী ব্যবস্থা নেওয়া হবে।
গ্রেপ্তারকৃতদের রিমান্ড ও জিজ্ঞাসাবাদে মাদক সরবরাহের নেটওয়ার্ক ও সহযোগীদের সন্ধান করা হবে বলে পুলিশ জানিয়েছে। জব্দ বাস ও ইয়াবা আলামত হিসেবে সংরক্ষিত রয়েছে; মামলা দায়ের করে তদন্ত চলমান থাকবে।


