প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক না দিয়ে সংগীত শিক্ষক নিয়োগকে জনআকাঙ্ক্ষার পরিপন্থি বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আজহারী লিখেছেন, “আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, সরকার প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্ম শিক্ষক নিয়োগের দীর্ঘদিনের দাবি উপেক্ষা করে সংগীত শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়েছে। আমরা এই অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি।”
তিনি আরও লেখেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে প্রাথমিক স্তরে বিশেষায়িত ইসলাম ধর্ম শিক্ষক না থাকা অত্যন্ত দুঃখজনক। অথচ সংগীতের মতো বিষয়ে আলাদা শিক্ষক নিয়োগ জনআকাঙ্ক্ষার পরিপন্থি বলেই অভিভাবকরা মনে করেন। আজহারীর ভাষ্য, “আমরা আমাদের সন্তানদের বিশ্বাস ও মূল্যবোধের নিরাপত্তা চাই।”
উল্লেখ্য, গত ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’-এর গেজেট জারি করে সরকার। এতে প্রাথমিক বিদ্যালয়ে দুটি নতুন পদ সৃষ্টি করা হয়, সহকারী শিক্ষক (সংগীত) ও সহকারী শিক্ষক (চারুকলা)। তবে দীর্ঘদিন ধরে ইসলাম শিক্ষা বিষয়ে আলাদা শিক্ষক নিয়োগের দাবি থাকলেও নতুন বিধিমালায় তা যুক্ত হয়নি।