বগুড়ার ধুনটে নাশকতা মামলায় পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন তরফদার (৫০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে পৌর শহরের জিঞ্জিরতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত আজাহার তরফদারের ছেলে এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় ধুনট পৌর শহরের পশ্চিম ভরনশাহী গ্রামে বিএনপির পার্টি অফিসে কর্মীসভা চলছিল। সেই সময় সংঘবদ্ধভাবে হামলা, ককটেল বিস্ফোরণ, চেয়ার–টেবিল ভাঙচুর ও নেতাকর্মীদের পিটিয়ে জখম করার অভিযোগ ওঠে। পরবর্তী সময়ে থানায় মামলা করতে গেলেও তা সম্ভব হয়নি বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।
গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে এ বছরের ২৬ জানুয়ারি মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৭৮ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ৫০–৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলার অজ্ঞাত আসামি হিসেবেই পুলিশ আল আমিন তরফদারকে গ্রেপ্তার করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) হায়দার আলী জানান, তদন্তে আল আমিন তরফদারের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে বলেও জানান তিনি।


