বগুড়ায় গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা রিজ্জাকুল রহমান রাজু অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত রাজু শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, পলাতক রাজুর অবস্থান নিশ্চিত করে আশুলিয়া থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে রাজুকে নিয়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা হয় শিবগঞ্জ থানা পুলিশ।
এর আগে রাজুকে পুলিশি হেফাজত থেকে ছিনিয়ে নেয় তার স্বজনরা। এরপর তিনি হাতকড়াসহ পালিয়ে যান।


