সাংবিধানিক স্বীকৃতি, পৃথক মন্ত্রণালয় গঠন এবং বিপন্ন আদিবাসী ভাষা ও সংস্কৃতি সুরক্ষার জোরালো দাবির মধ্য দিয়ে বগুড়ায় আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৫ পালিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকেলে জাতীয় আদিবাসী পরিষদ, বগুড়া জেলা কমিটির উদ্যোগে শহরের সাতমাথা এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয় আদিবাসী পরিষদ, বগুড়া জেলা কমিটির সভাপতি শ্রী সন্তোষ সিং (বাবু)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা বাসদের আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু বলেন, আদিবাসীরা এ দেশেরই ভূমিপুত্র। অথচ স্বাধীনতার এত বছর পরেও তাদের সাংবিধানিক স্বীকৃতি না পাওয়াটা অত্যন্ত লজ্জাজনক। দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থেই আদিবাসীদের অধিকার নিশ্চিত করতে হবে।
বক্তারা বলেন, বাংলাদেশে বসবাসরত বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি আজ বিলুপ্তির পথে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের এক জরিপ অনুযায়ী, দেশে ১৪টি আদিবাসী ভাষা বিপন্ন অবস্থায় রয়েছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অভাবে এবং দৈনন্দিন জীবনে বাংলা ভাষার ব্যাপক ব্যবহারের কারণে নতুন প্রজন্ম নিজেদের মাতৃভাষা থেকে দূরে সরে যাচ্ছে। এই পরিস্থিতিতে আদিবাসী ভাষাগুলো রক্ষায় কার্যকর সরকারি উদ্যোগের দাবি জানান তারা।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের বগুড়া জেলার সভাপতি অ্যাডভোকেট দিলরুবা নুরী আদিবাসী নারীদের বঞ্চনা ও অধিকারের বিষয়টি তুলে ধরে বলেন, আদিবাসী নারীরা প্রতিনিয়ত নানা ধরনের বৈষম্য ও নির্যাতনের শিকার হচ্ছেন। তাদের নিরাপত্তা ও ক্ষমতায়নে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে।
জাতীয় আদিবাসী পরিষদ, বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি শ্রী যুগেশ চন্দ্র সিং বলেন, আমরা শুধু সাংবিধানিক স্বীকৃতিই চাই না, সমতলের আদিবাসীদের জন্য একটি পৃথক ভূমি কমিশন গঠন এবং আমাদের সন্তানদের জন্য মাতৃভাষায় শিক্ষা লাভের সুযোগ চাই।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ সন্তেশ চন্দ্র সিং, শেরপুর উপজেলা শাখার আহ্বায়ক শ্রী স্বপন কুমার সিং, নন্দীগ্রাম উপজেলার সভাপতি গৌতম মাহাতো, সারিয়াকান্দি উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি রঞ্জিত মালো, গাবতলীর সভাপতি প্রভাত মালো, শেরপুর উপজেলার সদস্য সচিব হীরালাল সিং (হীরা) এবং আদিবাসী ছাত্র পরিষদের সুজন কুমার, শ্রী সাগর কুমার সিং এবং উত্তম কুমার সিং সহ নেতৃবৃন্দ।