বগুড়ার গাবতলীতে ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হক হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ আট বছর পর এই রায় ঘোষণা করা হলো।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাজাহান কবির এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, বাবুল প্রামাণিক (২৮), মানিক (২৮) ও মিশু (২৭)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, পিন্টু ওরফে মাজেদুর রহমান (৪০), দেলোয়ার হোসেন দুলু (৫৮) এবং আশিক (২৮)।
সাজাপ্রাপ্তদের মধ্যে কেবল পিন্টু মিয়া আদালতে উপস্থিত ছিলেন, বাকিরা পলাতক রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল বাছেদ।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৭ নভেম্বর গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা এলাকায় ইউপি চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হককে (৪৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।
এই মামলায় দুজন আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিচার শিশু আদালতে চলছে এবং আরেক আসামি শান্ত সাকিদার খালাস পেয়েছেন।
রায় ঘোষণার পর বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করলেও সাজাপ্রাপ্তদের অধিকাংশ পলাতক থাকায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। আদালত প্রাঙ্গণে তারা দ্রুত এই রায় কার্যকরের দাবি জানিয়েছেন।


