বগুড়ার শেরপুর থানা পুলিশের বহরে যুক্ত হলো নতুন ডাবল কেবিন পিকআপ। শনিবার (৮ নভেম্বর) সকালে বগুড়া জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এক অনাড়ম্বর আয়োজনে নতুন এই গাড়িটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম শেরপুর থানার জন্য বরাদ্দকৃত ডাবল কেবিন পিকআপটি থানার অফিসার ইনচার্জ এস. এম. মঈন উদ্দিনের নিকট হস্তান্তর করেন।
এ সময় বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নতুন গাড়ি সংযোজনের মাধ্যমে শেরপুর থানার অপরাধ দমন, টহল ও জরুরি সেবা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত কর্মকর্তারা


