বগুড়ার শেরপুর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের খড়ের পালায় (গাদায়) আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।
সোমবার (২৫ নভেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মো. শহিদুল ইসলাম বাদী হয়ে শেরপুর থানায় চারজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক শহিদুল ইসলামের সঙ্গে একই গ্রামের কয়েকজনের জমিজমা ও বিদেশ গমনের টাকা লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
ঘটনার দিন রাতে শহিদুলের বাড়ির সামনে রাখা খড়ের পালায় হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও পালাটি আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়।
বাদী শহিদুল ইসলাম অভিযোগে উল্লেখ করেন, ঘটনার ঠিক আগমুহূর্তে তার স্ত্রী বিবাদীদের একজনকে খড়ের পালার আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন। সরাসরি আগুন দিতে না দেখলেও পূর্ব শত্রুতা এবং পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় তিনি ধারণা করছেন, প্রতিপক্ষরাই আক্রোশ মেটাতে এই অগ্নিসংযোগ করেছে। অভিযোগে সন্দেহের তালিকায় রাখা হয়েছে, মো. বাবু, আমিনুল ইসলামসহ ৪ জনকে।
এ বিষয়ে তদন্তকারী অফিসার শেরপুর থানার সহকারি উপ-পরিদর্শক মাসুদ জানান, আগুনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের শনাক্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


