বগুড়ার শেরপুরে হামলা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় এক সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শেরপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. জাকিবুল ইসলাম ওরফে জ্যাকি (২৯), শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়া এলাকার শাহ মো. আফজাল হোসেনের ছেলে। তিনি পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, ওই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলে হামলা চালান এবং বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর করেন।
এ ঘটনায় শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু বাদী হয়ে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, মামলার তদন্তে জ্যাকির সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।


