বগুড়ার শেরপুরে করতোয়া গেটলক পরিবহনের শ্রমিকরা টানা কর্মবিরতিতে যাওয়ায় সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে মহাসড়কে নামেনি কোনো বাস। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে পড়ায় বগুড়াগামী শত শত যাত্রী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
ঘটনার সূত্রপাত গত শুক্রবার (৩ অক্টোবর) সকালে। জানা যায়, বগুড়ার চারমাথা থেকে ছেড়ে আসা করতোয়া গেটলকের একটি বাস শেরপুর কোচ টার্মিনালে পৌঁছালে ঢাকাগামী যাত্রী তুলতে গিয়ে স্থানীয় শ্রমিকদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। যদিও তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, কিন্তু একই দিন সন্ধ্যায় বগুড়ার কিছু শ্রমিক শেরপুরের করতোয়া গেটলক পরিবহনের তিনজন শ্রমিককে মারধর করলে উত্তেজনা বাড়ে।
এরই ধারাবাহিকতায় সমঝোতা না হওয়ায় শেরপুরের শ্রমিকেরা কর্মবিরতির ঘোষণা দেন।
শেরপুর কার্যালয়ের সভাপতি আরিফুর রহমান জানান, রোববার রাতে শ্রমিক ও কমিটির এক সভায় কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে, সাধারণ সম্পাদক মতিউর রহমান অভিযোগ করে বলেন, “আমাদের শ্রমিকদের লাঞ্ছিত করার পরও বগুড়ার মোটরশ্রমিক নেতারা মীমাংসায় বসেননি। তাই বাধ্য হয়েই কর্মবিরতি শুরু হয়েছে।”
এ বিষয়ে বগুড়া জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির শেরপুর শাখার সাধারণ সম্পাদক সেলিম রেজা বলেন, করতোয়া গেটলকের শ্রমিকরা আনুষ্ঠানিকভাবে মালিক সমিতিকে কর্মবিরতির বিষয়টি জানিয়েছেন এবং সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
উল্লেখ্য, শেরপুর করতোয়া গেটলক পরিবহনের প্রায় ৪৫টি বাস প্রতিদিন বগুড়া শহরে যাতায়াত করে। এই বাসগুলোতে শেরপুর, ধুনট ও পার্শ্ববর্তী সিরাজগঞ্জের কাজীপুর ও তাড়াশ থেকে কয়েক হাজার যাত্রী চলাচল করে থাকেন। কর্মবিরতিতে এসব এলাকার যাত্রীরা বিকল্প পরিবহন না পেয়ে চরম দুর্ভোগে পড়েছেন