বগুড়ার শেরপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সরকারি ডিজে মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে এ মহড়া আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, ফায়ার সার্ভিস কর্মকর্তা নুর ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার উদ্দিন বিপ্লবসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
মহড়ায় অংশগ্রহণকারীরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে প্র্যাকটিক্যাল প্রদর্শন করেন এবং সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
সভায় বক্তারা বলেন, ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও দ্রুত প্রস্তুতি অত্যন্ত জরুরি। এ ধরনের মহড়া নিয়মিত আয়োজনের উপর তারা গুরুত্ব আরোপ করেন