বগুড়ার ধুনট উপজেলায় বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক কাঠমিস্ত্রির বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (১ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগীর বাবা থানায় মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত ব্যাক্তির নাম আবুল কালাম (৫৮)। তিনি এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী গ্রামের আলতাব আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে শিশুটি বাড়ির আঙিনায় দাদির সঙ্গে খেলছিল। এসময় শিশুর মা–বাবা কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন। এ সুযোগে প্রতিবেশী আবুল কালাম শিশুটিকে বিস্কুট দেওয়ার কথা বলে ওই শিশু কোলে নিয়ে তার নিজ বাড়ির ঘরে নিয়ে যান। পরে ঘরের দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণ করেন আবুল কালাম।
এরপর ভুক্তভোগী শিশুটির মা বাড়ি ফিরে মেয়েকে অনেক খোঁজাখুঁজির পর একপর্যায়ে ময়েকে না পেয়ে আবুল কালামের বাড়িতে গেলে ঘরের ভেতর থেকে মেয়ের কান্নার শব্দ শুনতে পান। পরে ঘরে ঢুকে তিনি তার মেয়েকে রক্তাক্ত অবস্থায় কালামের কোলে দেখতে পান। ওই সময় ডাক-চিৎকার দিলে অভিযুক্ত আবুল কালাম পালিয়ে যান।
ভুক্তভোগী শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হওয়ায় তাকে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আসামিকে ধরতে অভিযান চলমান রয়েছে।