চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর এলাকায় ভারতীয় একটি ট্রাকের চাপায় মো. কাদির আলী (৬০) নামে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকালে সোনামসজিদ বালিয়াদিঘী মধ্যবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাদির আলী ওই এলাকার মো. কালু হাজীর ছেলে। সকালে তিনি ঘাসের একটি আঁটি নিয়ে রাস্তা পার হচ্ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনামসজিদ স্থলবন্দর থেকে পণ্য নামিয়ে খালি অবস্থায় ভারতে ফেরার পথে একটি ভারতীয় ট্রাক কাদির আলীকে চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে আশপাশের লোকজন কিছু বুঝে ওঠার আগেই প্রাণহানি ঘটে।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে ট্রাকটি ও এর চালককে আটক করেন। আটক চালকের নাম মো. হামজু শেখ। তিনি ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার শুকনগর গ্রামের বাসিন্দা এবং মৃত ভিখু শেখের ছেলে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক ও চালক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগের পাশাপাশি সোনামসজিদ স্থলবন্দর এলাকায় যানবাহন চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।


