নওগাঁয় আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৫ উদযাপিত হয়েছে সাংবিধানিক স্বীকৃতি, পৃথক মন্ত্রণালয় গঠন এবং বিপন্ন আদিবাসী ভাষা ও সংস্কৃতি সুরক্ষার জোরালো দাবির মধ্য দিয়ে।
বক্তারা বলেন, সমতল আদিবাসীদের জন্য স্বাধীন ভূমি কমিশন এবং কার্যকর সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া আদিবাসীদের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব নয়।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা আড়াইটায় শহরের প্যারিমোহন লাইব্রেরী প্রাঙ্গণে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সভায় অংশ নেয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম।
কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নকুল পাহানের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান।
এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য রবিউল টুডু, নওগাঁ জেলার উপদেষ্টা জয়নাল আবেদীন মুকুল, নওগাঁ জেলার সভাপতি মার্টিন মুর্মু, সাধারণ সম্পাদক অজিত কুমার মুন্ডা।
বগুড়া জেলার সভাপতি সন্তোষ সিং বাবু, নাটোর জেলার সভাপতি রঘুনাথ এক্কা ও সাধারণ সম্পাদক প্রতাব শিং।
এছাড়াও বক্তব্য রাখেন, নওগাঁর একুশে পরিষদের সহ সাধারণ সম্পাদক নাইচ পারভিন, নওগাঁ জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি কালীপদ রায়, সাধারণ সম্পাদক জগেস উর্ডি, যুগ্ম আহ্বায়ক সন্তেশ লাকড়া, প্রথম আলো প্রতিনিধি ওমর ফারুক, কালের কণ্ঠ প্রতিনিধি ফরিদ আহম্মেদ, নওগাঁ জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মিজানুর রহমান, আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি মিঠুন পাহান, পত্নিতলা উপজেলার সভাপতি পরেশ টুডু প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অভাবে আদিবাসী ভাষা ও সংস্কৃতি ধ্বংসের মুখে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের জরিপ অনুযায়ী, দেশে ১৪টি আদিবাসী ভাষা ইতোমধ্যেই বিপন্ন। বাংলা ভাষার ব্যাপক ব্যবহারের কারণে নতুন প্রজন্ম মাতৃভাষা থেকে দূরে সরে যাচ্ছে। তাই তারা দ্রুত সরকারি উদ্যোগ, সাংবিধানিক স্বীকৃতি, পৃথক মন্ত্রণালয় এবং স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবি জানান।