নওগাঁর সদর উপজেলার তিলকপুরে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে ফতেপুর গ্রামের ৫ শ জন অসহায় ও দরিদ্রদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
জানা যায়, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত মোট ৭১টি জীবিকা উন্নয়ন প্রকল্প/জীবনমান উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় জীবিকা উন্নয়ন কেন্দ্র তিলকপুর-১ প্রকল্পের অধীনে ফতেপুর গ্রামের ৫শ টি অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে কম্বল বিতরণের কার্যক্রম করে।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিজেডএম হেড অফিসের মনিটরিং ও ইভালোয়েশন বিভাগের এজিএম শহিদুল হাসান ও উত্তর পশ্চিম জোনের এরিয়া ম্যানেজার মো. মিজানুর রহমান ও প্রকল্প স্টাফবৃন্দ।


