নওগাঁ সদর-৫ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবী আলহাজ্ব শামসউদ্দীন আহমেদের সহধর্মিণী জনাবা জাহানারা বেগম (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতরাতে তিনি নওগাঁ শহরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৬ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার (১৯ জানুয়ারি) বাদ যোহর নওগাঁ শহরের নওযোয়ান মাঠে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে নওগাঁ সরকারি কবরস্থানে দাফন করা হয়।
জানাজা নামাজে বিএনপির শীর্ষ ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আত্মীয়-স্বজন এবং সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেন।
মরহুমার মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে তাঁর রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।


