নওগাঁর সদর উপজেলার ইলশাবাড়ী গ্রামে রিমু আক্তার (১৭) নামের এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে নওগাঁ সদর উপজেলার ইলশাবাড়ি গ্রামে।
নিহত রিমু আক্তার ইলশাবাড়ি গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে ও রাণীনগর মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের পক্ষ থেকে তার অপছন্দের একটি ছেলের সাথে বিয়ে নিয়ে আলোচনা চলছিল। ছেলেকে তার অপছন্দ হওয়ায় এ নিয়ে বাবা-মায়ের সাথে মনোমালিন্য হয়। এতে মানসিকভাবে ভেঙে পড়ে রিমু আক্তার।
এরপর সোমবার সকালে খাবারের পর তার বাবা-মা কাজের জন্য বাহিরে গেলে এ সুযোগে কোন এক সময় ঘরের তীরের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে বাসায় এসে তাকে মৃত অবস্থায় ঝুলছে। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। পরে বিষয়টি থানায় জানালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁ মডেল থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক।


