রাজশাহীর মোহনপুরে সেনাবাহিনীর টহল গাড়িতে ট্রাকের ধাক্কায় আট সেনাসদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের বাকশিমইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, আজ ভোরের দিকে মোহনপুর মডেল টাউনের পাশে সেনাবাহিনীর একটি টহল গাড়িকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও সেনা টহলগাড়ি সড়কের পাশের খাদে পড়ে যায়।
তিনি আরও জানান, দুর্ঘটনায় আট সেনাসদস্য ও ট্রাকের হেলপার আহত হয়েছেন। এদের মধ্যে দুই সেনাসদস্যের অবস্থা গুরুতর। আহতদের করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।