১৭ বছর পর দেশে ফিরে রাজধানীর পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনায় দেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যকে ইতিবাচকভাবে দেখছেন শোবিজ অঙ্গনের পরিচিত মুখ গীতিকার ও সংগীতশিল্পী লুৎফর হাসান। তারেক রহমানের ভাষণে প্রতিপক্ষের প্রতি তীব্র ঘৃণা বা আত্মপ্রচারের সুর ছিল না, বরং দেশ গড়ার আহ্বানই ছিল মুখ্য, এমন মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট এলাকার ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে সংলগ্ন স্থানে আয়োজিত বিশাল গণসংবর্ধনায় বক্তব্য দেন তারেক রহমান। লাখো মানুষের উপস্থিতিতে দেওয়া ওই ভাষণ ঘিরে সাধারণ মানুষের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা তৈরি হয়।
এদিন নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে লুৎফর হাসান তারেক রহমানের বক্তব্যের প্রশংসা করেন। ‘ঘুড়ি’ খ্যাত এই সংগীতশিল্পী লেখেন, “পুরো বক্তব্য শুনলাম। বাপের গীত নাই। বংশের গীত নাই। আমি আমি, আমার আমার বলা জাহির নাই। প্রতিপক্ষের প্রতি তীব্র ঘৃণা নাই। শুধু দেশ গড়ার উদাত্ত আহ্বান আছে।”
স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, বক্তব্যে শহীদ হাদিসহ অন্যান্য শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়েছে, যা তার কাছে ইতিবাচক বার্তার ইঙ্গিত দেয়। লুৎফর হাসানের ভাষায়, “আজকের এই বক্তব্য ইতিবাচক স্বপ্নের ইঙ্গিত দেয়।”
তিনি আরও লেখেন, “আজকের বক্তব্য স্পষ্ট করে দেয়—এই দেশ কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর নয়; দেশ একান্তই জনগণের।” স্ট্যাটাসের শেষাংশে তিনি লেখেন, “স্যালুট, প্রিয় তারেক রহমান।”
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলেও নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।


