“আপা আর আসবে না, কাকা আর হাসবে না” বললেন চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু। তিনি বলেন, “শত্রুরা এখন সাইবার যুদ্ধের মাঠে নেমেছে। এটার জন্য আমাদের তৈরি থাকতে হবে।
তিনি আরও বলেন, জুলাইয়ে আপনারা একসঙ্গে লড়েছেন, এখন সেই ঐক্য ধরে রাখাটাই সবচেয়ে জরুরি। ভুল বোঝাবুঝি দূরে সরিয়ে ঐক্যবদ্ধ থাকলে, আপনাদের কেউ হারাতে পারবে না।
মঙ্গলবার (৫ আগস্ট) চট্টগ্রাম সার্কিট হাউস চত্বরে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু এসব কথা বলেন।
তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের পক্ষে থাকা শক্তিগুলোর মধ্যে যদি বিভাজন আসে, তাহলে শুধু আপনাদের নয়, আমাদের মতো প্রশাসনের যেসব সদস্য এখন কাজ করছি, তারাও ঝুঁকির মধ্যে পড়ব। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এই ঐক্য অটুট রাখা জরুরি।”
অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, সিএমপি কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।