বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

৪র্থ ধাপে বগুড়ার ধুনট উপজেলা নির্বাচন

ধুনট উপজেলা নির্বাচনে চেয়ারম্যানপদে ত্রিমুখী লড়াই, সংঘাতের শঙ্কা

বিশেষ সংবাদ

ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে জমে উঠছে প্রচার-প্রচারণা। আগামী ৫ জুন বুধবার দেশের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপ। সে অনুযায়ী নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বগুড়ার তিন উপজেলা শেরপুর, ধুনট ও নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচন।

তবে এই নির্বাচনে বিএনপি বা তাদের সমমনা দল অংশগ্রহণ করেনি। তাছাড়া কৌশলে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন বা প্রতিক বরাদ্দ দেয়নি। তাইতো জনমতের সমর্থনের ভিত্তিতেই সরকারি দলের বিভিন্ন স্তরের ত্যাগী নেতারা নির্বাচনী যুদ্ধে প্রতিযোগিতায় নেমেছেন।

ক্ষমতাসীন দল আওয়ামীলীগ ও নির্বাচন কমিশন কর্তৃক ঘোষণা অনুযায়ী স্থানীয় সাংসদ প্রতিদ্বন্দ্বি কোন প্রার্থীর পক্ষে কাজ করতে পারবেনা। এমননি দলীয় প্রভাব বিস্তারে উপজেলার পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদক বা প্রভাবশালী নেতারা কোন নির্বাচনী সভা- বৈঠক করে ভোটারদের প্রভাবিত করতে পারবেনা।

এমন ঘোষণা থাকলেও বগুড়ার ধুনট উপজেলার চিত্র ভিন্ন। এ উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অভ্যন্তরীন কোন্দল প্রকাশ্যে চলে এসেছে।

মৌনযুদ্ধে চলছে বর্তমান সাংসদ ও জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু ও টানা তিন বারের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান গ্রুপের অস্তিত্ব টিকে রাখার প্রতিযোগীতা। এর ফলে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের পক্ষে-বিপক্ষের সমর্থনকারীদের সঙ্গে বাধছে বাকবিতন্ডাসহ মারপিট হুমকী-ধামকীর ঘটনা।

নিজেদের পক্ষে জয় ফসল নিতে ভোটকেন্দ্র দখলের আশঙ্কা বিরাজও করছে। নির্বাচনী প্রচারনায় শেষ মূর্হুতেও উৎতপ্ত হচ্ছে ভোটের মাঠ।

এ উপজেলায় চেয়ারম্যান পদে ৩জন প্রার্থীপ্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান টিআইএম নুরুন্নবী তারিক (ঘোড়া), সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আব্দুল হাই খোকন(মোটরসাইকেল) ও সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি (আনারস)।

তিনি সদস্য বিদায়ী স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমানের পুত্র। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনাসহ বিভিন্ন রাজনৈতিক কৌশল অবলম্বনের কমতি রাখছে না।

তবে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের ভোট প্রার্থনার কৌশল ও উন্নয়ন প্রতিশ্রুতিতে ভোটাররা অনেকটা বেকায়দায় পড়েছেন। কোন প্রার্থী এলাকার কাঙ্খিত উন্নয়ন ঘটাতে পারবে এমন চিন্তা-ভাবনা শেষ করতে পারছে না। হেভিওয়েট ৩ প্রার্থী ভোটের মাঠে সমানতালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

চেয়ারম্যান পদে অংশ নেওয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরোধ এখন তুঙ্গে। দলীয় কোন্দল, পদপদবি, আধিপত্য বিস্তারসহ নানা কারণে বিভক্ত উপজেলা আওয়ামী লীগ। তাই প্রার্থীরা একে অপরকে ছাড় দিতে নারাজ। দুই চেয়ারম্যান প্রার্থী বিভিন্ন এলাকায় নির্বাচনী সভায় এক অপরকে বিষোদগার করে যাচ্ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) ও নির্বাচনী সভায় কথার তুমুল লড়াই চলছে দুই প্রার্থীর নেতা-কর্মীদের মধ্যেও তবে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির প্রচার প্রচারণায় কোন বিরোধের আবাস পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভোটার তাদের যুক্তি তর্ক দিয়ে বলেন এবার নির্বাচনে ত্রিমুখী লড়াই হবে এই উপজেলায়।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পোস্টার, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে পুরো উপজেলা। তবে সাধারণ ভোটারদের মধ্যে ভোট নিয়ে তেমন কোনো মাতামাতি নেই। ভোটকেন্দ্রে যাওয়ার ব্যাপারেও মুখ খুলছেন না অনেকেই। কয়েকজন বলেন, সামনের কয়েক দিনে প্রার্থীরা ভোটারদের মধ্যে স্বতঃস্ফূর্ত ভোট উৎসবের আমেজ ফেরাতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ আছে তাদের।

তবে দুই প্রার্থীর কর্মী-সমর্থকেরা নিজেদের শক্তি প্রদর্শনে প্রতিদিনই মোটরসাইকেল মহড়া ও মিছিল বের করছেন।

স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, দলের কেন্দ্র থেকে নির্বাচনের মাঠ উন্মুক্ত করা হয়েছে। এবার নেই দলীয় প্রতীকও। একাধিক শক্ত প্রার্থী থাকায় প্রতিদিনই চলছে নির্বাচনী মতবিনিময়, পথসভা ও প্রচার-প্রচারণা। ভোটারদের সমর্থন পেতে মরিয়া হয়ে উঠেছেন প্রার্থীরা। আর প্রার্থীদের পক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন তাদের কর্মী-সমর্থকেরা। বিজয় সুনিশ্চিত করতে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলছেন না।

উপজেলার গোপালনগর ইউনিয়নের ভোটার তারাপদ হালদার বলেন, এ নির্বাচনে তিনজনই শক্তিশালী প্রার্থী। কারো অবস্থান কম এমনতো শুনছি না। তবে এবার ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা ব্যাপক। শান্তিপূর্ণ ভোটের আশা করছি। ভোট কাকে দিবো এখনও সিদ্ধান্ত নিইনি।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান বলেন, নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সজাগ রয়েছি। দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে অপ্রীতিকর কিছু ঘটনা ঘটেছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট উপহার দিতে প্রশাসন সার্বক্ষণিক কাজ করছে। আশা করি ভোটের দিনে শান্তিপূর্ণ পরিবেশ থাকবে।

সংশ্লিষ্ট ধুনট উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমীন বলেন, নির্বাচন শান্তিপূর্ণ করতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর কোনো সুযোগ থাকবে না। ভোট কাটা বা কেন্দ্র দখলের ঘটনা যেন না হয় সেজন্য প্রশাসন বেশ তৎপর রয়েছে।

ধুনট উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ৯০টি। ভোট কক্ষ ৬৮৭টি। এরমধ্যে অস্থায়ী ভোট কক্ষ ৬৬টি। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ৩২৪জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৬ হাজার ৬৩৪ জন এবং মাহিলা ভোটার ১ লাখ ২৮ হাজার ৬৮৭ জন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

তারেক রহমানের আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম মো. তারেক রহমানের আমজনতার দলে যোগ দিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি...

কন্যা সন্তানের বাবা হলেন অভিনেতা নিলয় আলমগীর

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর বাবা হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তাঁর স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি কন্যাসন্তানের জন্ম দেন। এটি দম্পতির প্রথম সন্তান।সামাজিক যোগাযোগমাধ্যমে এই...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ট্রাকচালক নিহত

বগুড়ায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়ে চলন্ত ট্রাকের চালক সেলিম হোসেন (৪০) নিহত হয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে শহরতলীর...

রাজশাহীতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

রাজশাহীতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ ও নগরীর...

স্বামী জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বেগম জিয়া

স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া...

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ট্রাকচালক নিহত

বগুড়ায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়ে চলন্ত ট্রাকের চালক সেলিম হোসেন (৪০) নিহত...

রাজশাহীতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

রাজশাহীতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে রাজশাহী...

স্বামী জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বেগম জিয়া

স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।...

খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল, জনসমুদ্রে পরিণত সংসদ ভবন এলাকা

সংসদ ভবন এলাকায় যেদিকে তাকানো যায়, শুধু মানুষ আর মানুষ। মানিক মিয়া অ্যাভিনিউ থেকে আশপাশের সড়ক, এমনকি ফার্মগেট...

বেগম জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি...

শেরপুরে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জ্যাকি গ্রেফতার

বগুড়ার শেরপুরে হামলা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের...