শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

শেরপুরে বিদ্যালয়ের জমি বিক্রির অভিযোগ সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে দানকৃত জমি ব্যক্তিগতভাবে বিক্রি করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসার পর উপজেলা প্রশাসন তদন্তে নেমেছে এবং গঠিত হয়েছে এক সদস্যের তদন্ত কমিটি।

অভিযুক্ত রফিকুল ইসলাম মঞ্জু উপজেলার পাঁচ দেউলী পলাশ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। তিনি ১৯৮৭ সালে শিক্ষকতা পেশায় যোগ দেন এবং ২০১৭ সালে অবসর গ্রহণ করেন। অভিযোগ রয়েছে, ২০২০ সালে তিনি ও তাঁর ভাই তোফাজ্জল ইসলাম মিলে বিদ্যালয়ের সীমানা ঘেঁষা তিন শতাংশ জমি স্থানীয় রোকেয়া বেগমের কাছে রেজিস্ট্রি করে বিক্রি করে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আশির দশকের শুরুতে স্থানীয়দের উদ্যোগে পাঁচ দেউলী পলাশ মেমোরিয়াল বিদ্যালয়ের যাত্রা শুরু হয়, যেখানে শুরু থেকেই রফিকুল ইসলাম প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। বিদ্যালয়ের জমির বড় একটি অংশ প্রায় ২৩ শতাংশ ১৯৯৭ সালে তাঁর চাচা, পল্লী চিকিৎসক হেদায়েতুল ইসলাম, দানপত্রের মাধ্যমে বিদ্যালয়ের নামে হস্তান্তর করেন। সংশ্লিষ্ট জমিটি তখনই বিদ্যালয়ের নামে নামজারি হয়ে সরকারি খতিয়ানভুক্ত হয়।

তবে পরবর্তীতে বিদ্যালয়ের চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ করা হলেও পাঁচ শতক জমি এর বাইরে রয়ে যায়। সেই জমির মধ্য থেকে তিন শতাংশ জমি বিক্রি করা হয় রোকেয়া বেগমের নামে। বর্তমানে তিনি পরিবারসহ সেখানে বসবাস করছেন।

বিষয়টি জানাজানি হলে গত ১৪ জুন উপজেলা শিক্ষা অফিস থেকে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, “বিদ্যালয়ের নামে নামজারি করা এবং জমির খাজনা নিয়মিত পরিশোধ করা হচ্ছে। সেই জমি কিভাবে ব্যক্তিমালিকানায় রেজিস্ট্রি হলো, তা আমরা খতিয়ে দেখছি। অভিযুক্ত শিক্ষক প্রাথমিকভাবে জমি বিক্রির কথা স্বীকার করেছেন এবং আগামী দুই মাসের মধ্যে জমি ফেরত দেওয়ার প্রতিশ্রæতি দিয়েছেন।”

এদিকে জমি কিনে বিপাকে পড়েছেন ক্রেতা রোকেয়া বেগম। তিনি বলেন, “আমরা সাধারণ মানুষ। কাগজপত্রের জটিলতা বুঝিনি। হেডস্যার নিজেই আমাদের কাছে দলিল করেছেন। আমরা টাকা দিয়েছি। এখন যদি দলিল বাতিল হয়, তাহলে আমরা পরিবার নিয়ে কোথায় যাবো?”

তবে রফিকুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, “জমিটি আমার বাবার নামে রেকর্ড ছিল। আমরা ওয়ারিশ হিসেবে বিক্রি করেছি।”

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান বলেন, “বিদ্যালয়ের প্রধান হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় স্কুলের জমি রক্ষা করা রফিকুল ইসলামের দায়িত্ব ছিল। রেকর্ড যদি তাঁর বাবার নামেও থাকত, তা সংশোধনের জন্য ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তাঁরই ছিল। কিন্তু তিনি বরং তা বিক্রি করেছেন, যা গুরুতর অপরাধ। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

শেরপুর উপজেলা সাব-রেজিস্ট্রার মো. মিজানুর রহমান জানান, “নিবন্ধন ম্যানুয়াল ২০১৪-এর ৪২(১) ধারা অনুযায়ী জমির খাজনা, খারিজ বা মালিকানা যাচাই করা আমাদের দায়িত্ব নয়। আমরা শুধু দলিল নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করি। তবে কেউ প্রতারণার শিকার হলে তারা আদালতের শরণাপন্ন হতে পারেন।”

এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান বলেন, “তদন্ত কমিটিকে দ্রæত সময়ের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। অভিযোগ সত্য প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকসহ প্রয়োজন অনুযায়ী সাব-রেজিস্ট্রারকেও জবাবদিহির আওতায় আনা হবে। প্রশাসন বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

অভিনেতা ডিপজলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তার সহযোগী মো: ফয়সালের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। মামলা দায়ের করেছেন ডিপজলের ভক্ত হিসেবে পরিচয় দেওয়া এক নারীর...

হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

রাজধানীর হাতিরঝিল থানায় সাবেক স্ত্রী রিয়া মনির অভিযোগের ভিত্তিতে হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে আদালত।মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট...

জনপ্রিয়

অপরাধ

ভাঙ্গায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ, আটক ৩

ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর থেকে শহরতলীর কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন। এতে সংঘর্ষ-সহ উত্তেজনার মধ্যে বিএনপি ও...

অভিনেতা ডিপজলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তার সহযোগী মো: ফয়সালের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। মামলা দায়ের করেছেন ডিপজলের ভক্ত হিসেবে পরিচয় দেওয়া এক নারীর...

রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা

রাজশাহীতে বাসায় ঢুকে তাওসিফ রহমান সুমন (১৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে নগরীর...

ভাঙ্গায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ, আটক ৩

ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর থেকে শহরতলীর কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন।...

অভিনেতা ডিপজলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তার সহযোগী মো: ফয়সালের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। মামলা দায়ের করেছেন ডিপজলের...

রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা

রাজশাহীতে বাসায় ঢুকে তাওসিফ রহমান সুমন (১৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক...

বগুড়ায় জালনোটসহ তিন কিশোর আটক

বগুড়ায় জালটাকার নোটসহ তিন কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে...

জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা

জাতীয় সনদ বা সংবিধান সংস্কার প্রস্তাব বাস্তবায়নের প্রক্রিয়া ঘোষণা...

নওগাঁয় সরকারি কর্মচারীর ইয়াবা কাণ্ডে চাঞ্চল্য!

সম্প্রতি পাওয়া ৩৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, অন্ধকার...