যযশোরের বাঘারপাড়ায় এক নারী স্বাস্থ্যকর্মী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়ির মালিকের ছেলে হৃদয় হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৩ আগস্ট) রাতে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ভুক্তভোগী নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাস্টাররোলে ওয়ার্ডবয় পদে কর্মরত আছেন। তিনি হাসপাতালের সামনে সিরাজুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। ঘটনার দিন রাতে বাড়িওয়ালার ছেলে হৃদয় হঠাৎ করে ভুক্তভোগী নারীর ঘরে ঢুকে পড়েন এবং মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ বিষয়ে কাউকে কিছু বললে ওই নারীকে ক্ষয়-ক্ষতির হুমকিও দেয় অভিযুক্ত হৃদয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী।
এ ঘটনায় পরদিন সকালে ওই নারী ঘটনাটি বাড়ির মালিককে জানান এবং পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এসময় পুলিশ তাকে ডাক্তারি পরীক্ষা যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।
যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার সাম্য সরকার গণমাধ্যমে জানান, “ভুক্তভোগী নারীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে, নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।”
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর মামলা রেকর্ড করা হয়েছে। গত রাতেই অভিযুক্ত হৃদয় হোসেনকে গ্রেফতার করা হয়েছে।