জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। তাদের দাবি, নির্বাচনে স্বচ্ছতা নেই এবং ভোটগ্রহণ প্রক্রিয়ায় অনিয়ম চলছে।
ভোটগ্রহণ শেষ হওয়ার দেড় এ ঘণ্টা আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল পৌনে চারটার দিকে মাওলানা ভাসানী হলে সংবাদ সম্মেলনে জিএস পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
ছাত্রদল সমর্থিত প্যানেল অভিযোগ করেছে, নির্বাচনের জন্য ব্যালট পেপার এবং ওএমআর মেশিন একটি নির্দিষ্ট উৎস থেকে আনা হয়েছে। তারা দাবি করেছেন, এই সরবরাহ প্রক্রিয়া স্বচ্ছ নয় এবং এতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলকে সুবিধা দেওয়া হচ্ছে।
ভোট গণনায় অনিয়মের অভিযোগ ওঠার পরও নির্বাচন কমিশন প্রথমে ওএমআর মেশিনে ভোট গণনার সিদ্ধান্ত নিল। পরে শিক্ষক-শিক্ষার্থীদের চাপের কারণে ম্যানুয়াল গণনার নির্দেশনা জারি হলেও, একই কোম্পানির ব্যালটপেপার ব্যবহার করা হয়েছে বলে প্যানেল অভিযোগ করেছে।
নির্বাচন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলার কথা ছিল। এবারের নির্বাচনে মোট ১১,৮৯৭ জন শিক্ষার্থী ভোটার ছিলেন। কেন্দ্রীয় সংসদের ২৫ পদে ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে মোট আটটি প্যানেল অংশ নিয়েছে,বামপন্থি, ছাত্রদল, ছাত্রশিবির এবং স্বতন্ত্র প্রার্থীরা।
সংবাদ সম্মেলনে প্যানেল নির্বাচন কমিশনের আচরণকে ‘পক্ষপাতমূলক’ বলে উল্লেখ করেছে। তারা জানিয়েছে, নির্বাচন প্রক্রিয়া সংশোধন না হলে ভবিষ্যতে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।