ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এ বিশাল জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জয়লাভ করেছে শিবির সমর্থিত এ প্যানেল।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এবং অন্যান্য রিটার্নিং কর্মকর্তারা এ ফলাফল ঘোষণা করেন।
প্রধান পদ জয়ী হয়েছেন তারা হলেন, সহ-সভাপতি (ভিপি) মো. আবু সাদিক (কায়েম), সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মু. মহিউদ্দিন খান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, কমনরুম-রিডিংরুম-ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খান জসিম, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ছাত্র পরিবহণ সম্পাদক আসিফ আব্দুল্লাহ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক শাখাওয়াত জাকারিয়া।
এ ছাড়া সম্পাদকীয় পদে জয়ী হয়েছেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী এবং সমাজসেবা সম্পাদক মো. যুবাইর বিন নেসারী (এবি যুবায়ের)।
১৩টি সদস্যপদের মধ্যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে নির্বাচিত হয়েছেন সাবিকুন নাহার তামান্না, সর্ব মিত্র চাকমা, মোছা. আফসানা আক্তার, রায়হান উদ্দিন, তাজিনুর রহমান, ইমরান হোসাইন, মিফতাহুল হোসাইন মারুফ, আনাস ইবনে মুনির, মো. রাইসুল ইসলাম, শাহীনুর রহমান, এবং মো. বেলাল হোসাঈন অপু। এছাড়া প্রতিরোধ পর্ষদ প্যানেলের হেমা চাকমা এবং স্বতন্ত্র প্রার্থী উম্মে উসওয়াতুন রাফিয়া নির্বাচিত হয়েছেন।