রাজধানীর হাতিরঝিল থানায় সাবেক স্ত্রী রিয়া মনির অভিযোগের ভিত্তিতে হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে আদালত।
মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন। হিরো আলমের সহযোগী আহসান হাবিব সেলিমের ক্ষেত্রেও একই আদেশ হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী বলেন, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন এবং নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন না। এর ফলে তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন আদালত মঞ্জুর করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, রিয়া মনি ও হিরো আলমের মধ্যে সম্প্রতি মনোমালিন্য দেখা দেয়। এরপর হিরো আলম তাকে ডিভোর্স দিয়ে বাসা থেকে বের করেন। ২১ জুন মিমাংসার জন্য হাতিরঝিল এলাকায় এক বাসায় আড়ম্বরভাবে ডাকা হয়। ওই সময়ে রিয়া মনির পরিবার উপস্থিত হলে হিরো আলমসহ অজ্ঞাত ১০-১২ জন গালিগালাজ করতে থাকে।
পরে তারা বাধ্যতামূলকভাবে রিয়া মনির বর্তমান বাসায় প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে জখম করেন। ঘটনার সময় রিয়ার গলায় থাকা দের ভরির স্বর্ণের চেনও কৌশলে চুরি করে নেওয়া হয়।
হিরো আলম ও তার সহযোগীর বিরুদ্ধে মামলাটি ২৩ জুন হাতিরঝিল থানায় দায়ের করা হয়।


