সম্পর্কে টানাপড়ন, ঝগড়া, বিচ্ছেদের পথে হাঁটা, ফের সব ভুলে এক হয়ে যাওয়া। গত কয়েকমাস ধরে কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনিকে ঘিরে এমন গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেখছে সবাই। এবার সরাসরি ফেসবুকে পোস্ট করে নিজের স্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন হিরো আলম।
গত বৃহস্পতিবার (৭ আগস্ট) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক পোস্ট দেন হিরো আলম। সেখানে দাবি করেন, তার স্ত্রী রিয়া মনি বর্তমানে কক্সবাজারের একটি আবাসিক হোটেলে অবস্থান করছেন কথিত প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে।
পোস্টের সঙ্গে দুটি ছবি যুক্ত করেন হিরো আলম, যেখানে রিয়া মনি ও অভিকে একসঙ্গে দেখা যায়। এরপর আরও একটি পোস্টে তিনি লেখেন, ‘রিয়া মনি মাঝে মাঝে হোটেলে রাত কাটাতেন আমাকে ডিভোর্স না দিয়ে। অবৈধ পরকীয়া করে আবারও তার প্রমাণ হলো। কক্সবাজারে আজ ধরা পড়েছে হোটেলে অভির সঙ্গে।’
এই পোস্টের সঙ্গেই একটি হোটেল রুমের ভিডিওও প্রকাশ করেন হিরো আলম, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তীব্র আলোচনার জন্ম দেয়।
হিরো আলমের দাবি, শুধু এই এক রাতই নয়, অতীতেও একাধিকবার এমন ঘটনার মুখোমুখি হয়েছেন তিনি। এমনকি, সেই সময় তিনি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন যে আত্মহত্যার চেষ্টাও করেন। তবে তখন স্ত্রী রিয়া মনি তার পাশে দাঁড়িয়ে তাকে সুস্থ করে তোলেন।
উল্লেখ্য, হিরো আলম ও রিয়া মনির সম্পর্কের টানাপড়েন নতুন নয়। আলমের বাবার মৃত্যুর পর থেকেই তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। পরে রিয়া মনির বিরুদ্ধে থানায় মামলাও করেন হিরো আলম। সেই মামলায় গ্রেপ্তারও হন রিয়া মনি। এরপর একদিন পর জামিনে মুক্তি পান তিনি।
সম্প্রতি কিছুটা সম্পর্কের বরফ গলেছে বলেই মনে হচ্ছিল। কিন্তু হঠাৎ এই ভিডিও ও ছবির প্রকাশের পর আবার নতুন করে উত্তেজনা ছড়িয়েছে নেট দুনিয়ায়।