অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী মেহের আফরোজ শাওন ‘মুজিব একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ ফজিলাতুননেসা চরিত্রে অভিনয় করা অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে কটাক্ষ করে বললেন, “নাটক কম করো পিও।” সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী তিশার তীব্র সমালোচনা করেছেন শাওন।
রোববার (১০ আগস্ট) নিজের ফেসবুক একাউন্টে তিশার একটি ভিডিওশেয়ার করেছেন শাওন। ভিডিওটিতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অন্যান্য নেতাদের সঙ্গে তিশার কিছু ছবি দেখানো হয়েছে।
ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ছোটবেলা থেকে তিশাকে চিনতেন। “নতুন কুঁড়িতে আমার ছোট বোনের সঙ্গে একই গানের শিক্ষকের কাছে তালিম নিয়েছে। তিশা আমার বোনের সঙ্গে একই ব্যাচে ছিল। আমার বোন আমাকে ‘আপুনি’ ডাকে, আর তিশাও আমাকে ‘আপুনি’ ডাকে। তাই আমি তিশাকে আমার বোনের মতোই দেখতাম।”
পোস্টে তিনি আরও লিখেন, ১৯৯৬ সালের জাতীয় সংসদে শাওনের মায়ের সহকর্মী শাহিন মনোয়ারা হকের সঙ্গে তিশার পারিবারিক যোগাযোগ ছিল। সেই সময় কমন প্ল্যাটফরমে তিশার সঙ্গে দেখা হতো। এফডিসির ‘একলা পাখী’ ধারাবাহিকে শাওনের পরিচালনায় তিশার অভিনয় ছিল।
শাওন বলেন, “মুজিব” সিনেমাটি তিনি দেখেননি এবং দেখতে ইচ্ছাও নেই। তিনি বাস্তবজীবনে তিশার অভিনয় দেখে তার শখ মিটে গেছে। পোস্টে শেষে শে তিনি হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘নাটক কম করো পিও।’
উল্লেখ্য, ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুননেসা মুজিবের চরিত্রে অভিনয় করেন নুসরাত ইমরোজ তিশা। ছবিটি মুক্তি পায় ২০২৩ সালে এবং ভারতের পরিচালক শ্যাম বেনেগাল পরিচালিত। সিনেমায় শেখ মুজিবের ভূমিকায় আছেন আরিফিন শুভ।