অন্বেষণ ডেস্ক : চট্টগ্রামে জামায়াত প্রার্থীর গণসংযোগে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে নগরীর খুলশী থানাধীন আমবাগান রেলগেট এলাকায় এ সহিংস ঘটনা ঘটে। এতে দলটির অন্তত আটজন নেতাকর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
গুরুতর আহত অবস্থায় তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী শামসুজ্জামান হেলালীর নেতৃত্বে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাচ্ছিলেন।
হঠাৎ করেই একদল যুবক লাঠিসোঁটা নিয়ে মিছিলে অতর্কিত আক্রমণ করে। মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা ভয়ে দোকানপাট বন্ধ করে দেন। হামলাকারীরা নেতাকর্মীদের ওপর চড়াও হলে বেশ কয়েকজন মাটিতে লুটিয়ে পড়েন।
দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শামসুজ্জামান হেলালী এ ঘটনার জন্য প্রতিপক্ষকে দায়ী করেছেন। তার অভিযোগ, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কোনো উসকানি ছাড়াই এই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। এটি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার একটি অপচেষ্টা।
হেলালী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে জনগণের কাছে ভোট চাইছিলাম। কিন্তু তারা আমাদের গণতান্ত্রিক অধিকারে বাধা দিয়েছে। এ সময় তিনি প্রশাসনের কাছে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
খবর পেয়ে খুলশী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তারা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।


