ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি কোনোভাবেই প্রতিপক্ষের সঙ্গে বিবাদে যাবে না। বিজয় এখন দ্বারপ্রান্তে—এই বিজয় যেন কেউ নস্যাৎ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো উসকানিমূলক কথা বা কর্মকাণ্ডে জড়ানো যাবে না।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলের ব্রাদার্স ক্লাব মাঠে আয়োজিত এক গণজমায়েতে নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, একটি অসাধু চক্রের উদ্দেশ্য স্পষ্ট—তারা বাংলাদেশকে গোলাম বানিয়ে রাখতে চায়। তবে ভোটের মাধ্যমেই জনগণ তার জবাব দেবে। তিনি বলেন, বিএনপির সামনে কোনো দল টিকে থাকতে পারবে না—এই বাস্তবতা সবাইকে বুঝে নিতে হবে। বিএনপির কর্মীরা অশৃঙ্খল নন, শৃঙ্খলাই তাদের শক্তি।
তিনি আরও বলেন, বিএনপিকে কালিমালিপ্ত করতে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। যাদের নির্বাচনের বাস্তব অভিজ্ঞতা নেই, তারাই বিএনপিকে অপমান করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, তবে সেটি হতে হবে উৎসবমুখর—এমনটাই প্রত্যাশা করেন বিএনপির এই নেতা।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, রাজনীতিতে শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা জরুরি। তিনি বলেন, কিছু লোক এমন কথা বলছে, যাদের ভেতরে কোনো শ্রদ্ধাবোধ নেই—এ ধরনের আচরণ রাজনীতির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে।


