আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। তিনি বলেন, বর্তমান সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও সক্রিয়তা প্রয়োজনের তুলনায় কম।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরান ঢাকা এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, এখনো বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং ও সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে, যা সাধারণ মানুষের জন্য উদ্বেগজনক। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর পদক্ষেপ জরুরি, বিশেষ করে নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়কে সামনে রেখে।
এ সময় তিনি ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি রাজনৈতিক নেতাদের ওপর হামলার ঘটনায় জড়িতদেরও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বক্তব্য শেষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এনসিপির এই মুখপাত্র।


