ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেশের অন্যতম গডফাদার ও ‘ক্রিমিনাল নাম্বার ওয়ান’ হিসেবে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি একই আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকায় গণসংযোগের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব অভিযোগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, তাদের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হয়েছে এবং হয়রানির শিকার হতে হয়েছে। এ প্রসঙ্গে তিনি দাবি করেন, তারা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, বরং একটি নির্দিষ্ট ‘সিস্টেমের’ বিরুদ্ধে মাঠে নেমেছেন। নাসীরুদ্দীন পাটওয়ারীর ভাষায়, এলাকায় যদি চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চলে এবং সেটার পাহারাদার হিসেবে কেউ কাজ করে, তাহলে তার বিরুদ্ধেই তাদের লড়াই।
মির্জা আব্বাসকে উদ্দেশ করে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশে যদি কখনো অপরাধীদের র্যাঙ্কিং করা হয়, তাহলে মির্জা আব্বাসই দেশের সবচেয়ে বড় গডফাদার ও এক নম্বর ক্রিমিনাল হিসেবে চিহ্নিত হবেন। তিনি দাবি করেন, ভবিষ্যতে এসব অভিযোগের প্রমাণ মিলবে।
ঢাকা-৮ আসনের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এলাকাটিতে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চলছে। এ থেকে বেরিয়ে আসতে হলে পুরোনো কাঠামো ভেঙে নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে।
এ সময় মির্জা আব্বাসের বিরুদ্ধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার, চাঁদাবাজি ও দুর্নীতি নিয়ন্ত্রণের অভিযোগও করেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারীর দাবি, এসব বিষয় ঢাকা-৮ আসনের বাসিন্দাদের কাছে ‘ওপেন সিক্রেট’।
মির্জা আব্বাসকে সতর্ক করে তিনি আরও বলেন, ব্যক্তিগত আক্রমণ বা সংঘাতে তিনি আগ্রহী নন, তবে উসকানি দিলে তারও প্রতিরোধ থাকবে।


