জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন,“আমরা আপনাদের একশত টাকা দিতে পারি আর নাই পারি, কিন্তু আমরা এক টাকা কারো কাছ থেকে নিব না। আমরা ওয়াদা করে যেতে চাই কারো এক টাকা হারাম আমাদের পেটে যাবে না।”
রোববার (৩০ নভেম্বর) রাতেই পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার বিজয় চত্বরে উপজেলা জাতীয় নাগরিক পার্টির আয়োজিত এক আলোচনা সভায় সারজিস আলম এসব কথা বলেন।
সারজিস আলম আরও বলেন, ২০২৪ সালে দেশে ছাত্র-জনতার অভ্যুত্থান ছিল একটি বিস্তৃত আন্দোলন—এটি কোনো এক ব্যক্তি বা শুধুই এক রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, বরং “সম্পূর্ণ সিস্টেমের বিরুদ্ধে” ছিল। তিনি অভিযোগ করে বলেন, যে সিস্টেমে টাকা ছাড়া কাজ হয় না, হাসপাতাল থেকে শুরু করে ভূমি অফিস ও চাকরি-সব জায়গায়, অধিকাংশ ক্ষেত্রেই তদবির বা টাকা ছাড়া কাজ হচ্ছেনা।
সারজিস আলম বলেন, চব্বিশের আন্দোলনের ছয় মাস কেটে যাওয়ার পর কিছু কিছু ক্ষেত্রে সিস্টেমের পুরনো জটিলতা আবার বেড়ে উঠতে দেখা গেছে। তিনি বলেন, “বিভিন্ন থানায় পুলিশ টাকা ছাড়া কথা শুনে না, ভূমি অফিসে টাকা ছাড়া কাজ হয় না।”
তিনি আরো জানান, যদি কোনো জেলা বা উপজেলায় প্রশাসন দলীয়ভাবে কাজ করে, তাহলে অন্যান্য রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করবে।
সারজিস বলেন, যদি জেলা, উপজেলা বা ইউনিটের প্রধান, ইউএনও, ওসি, ডিসি কিংবা এসপি যদি কোনো দলের পারপাস সার্ভ করে, তাহলে তারা জনগণের সেবক হিসেবে থাকার অধিকার হারিয়েছেন। যদি তারা জনগণের সেবক হিসেবে কাজ করেন, তাহলে তারা “সর্বোচ্চ সহযোগিতা” পাবেন।


