সাবেক প্রধামন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে এখনো প্রতিশোধপরায়ণতা প্রকাশ পাচ্ছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, ১৯৭১ সালে পাকিস্তানও এত অপরাধ করেনি, যতটা জুলাই হত্যাকাণ্ডে ঘটেছে।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীতে জুলাই হত্যাযজ্ঞের বিচার বিষয়ে আয়োজিত আলোচনা ও তথ্য প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন,“এত বড় একটা গণহত্যা ঘটেছে, অথচ শেখ হাসিনার কণ্ঠে বিন্দুমাত্র কোনও অনুশোচনা নেই। বরং তার বক্তব্যের অডিওগুলো শুনলেই বোঝা যায়, তিনি এখনো প্রতিশোধপরায়ণ মানসিকতা পোষণ করেন।”
তিনি আরও বলেন,“যুদ্ধক্ষেত্রে যদি কেউ গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকে, তাকে চিকিৎসা না দেওয়া হলেও সেটিও অপরাধ। অথচ আমরা দেখেছি, ৭১ সালে পাকিস্তানের সেনাবাহিনী এতো ভয়ানক ছিল, এমন লাশ পুড়িয়ে ফেলার নৃশংসতা তারা করেনি। এটা ওই বাহিনীও না, এটা তো আমাদের দেশের ভেতরের ঘটনা।”
আলোচনায় তিনি প্রশংসা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের। বলেন,“তাজুল ইসলামের দক্ষতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তিনি রাত ২টা পর্যন্ত কাজ করেন। একটা প্রমাণ পেলেই ছুটে এসে বলেন, ‘স্যার, এটা পেয়ে গেছি!’ হাজার কোটি টাকা দিয়েও তাজুলকে কেনা যাবে না।”
তিনি বলেন,“আমাদের মধ্যেও ব্যর্থতা, অজ্ঞতা আছে। তবে চেষ্টা করছি। আপনাদের মতো আমাদেরও মন কাঁদে।”
বিচার প্রক্রিয়া প্রসঙ্গ টেনে আইন উপদেষ্টা বলেন,“যে প্রক্রিয়ায় বিচার এগোচ্ছে, ইনশাআল্লাহ একদিন এই হত্যাযজ্ঞের বিচার আপনারা পাবেন। এমন ভিত্তি রেখে যাচ্ছি, যেন অন্য কোনও সরকার এসে এটিকে পরিবর্তন করতে না পারে।”
তিনি বলেন,“এই বিচার শুধু জনগণের প্রতি দায়িত্ব নয়, এটা আমার আল্লাহর প্রতি দায়। আমি সব সময় আল্লাহর কাছে বলি, যেন সঠিক জবাব দিতে পারি। আমার পিএইচডির থিসিস নিয়েও এতটা মনোযোগ দিয়ে কাজ করিনি, যতটা এই বিচার নিয়ে করছি।”