শিশুশ্রম নিরসনে জাতীয়ভাবে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে শিশুশ্রম রোধে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সেই সঙ্গে এসব শিশুদের শিক্ষার আলোয় ফেরানোর উদ্যোগ নেওয়া হবে।”
শনিবার (২৬ জুলাই) দুপুরে ইএসডিওর (ইকো স্যোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন) ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগরে অবস্থিত প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শিশুশ্রম নিরসনে মাঠপর্যায়ে ইএসডিওর অভিজ্ঞতা তুলে ধরতে।
মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশে অর্থনৈতিক বাস্তবতা ও সামাজিক কাঠামোর কারণে শিশুশ্রম রোধ করা সহজ নয়। তারপরও ইএসডিও মাঠে সফলভাবে কাজ করে যাচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়। আমরা চাই, এই উদাহরণ সারাদেশে ছড়িয়ে পড়ুক।”
ইএসডিওর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ.এইচ.এম সফিকুজ্জামান, সমন্বয় ও সংস্কার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জাহেদা পারভীন, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এবং ন্যাশনাল চাইল্ড লেবার মনিটরিং কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সালমা আলী।
আলোচনায় বক্তারা বলেন, শিশুদের নিরাপদ ও সুরক্ষিত ভবিষ্যৎ নিশ্চিত করতে রাষ্ট্রীয়ভাবে শিশুশ্রম বন্ধে কার্যকর উদ্যোগ দরকার। পাশাপাশি বেসরকারি পর্যায়ে সফল প্রকল্পগুলোর অভিজ্ঞতা কাজে লাগানো জরুরি।