নওগাঁয় যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ, আলোচনা সভা এবং একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের সরিষাহাটির মোড়ে দলীয় কার্যালয়ের সামনে নেতা কর্মীরা জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন।
পরে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণি এবং জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শনিবার (১১ নভেম্বর) সাড়ে ১১টায় নওগাঁয় যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান পালন করা হয়। দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় জেলা যুবলীগের সভাপতি এ্যাড. খোদাদাদ খান পিটু’র সভাপতিত্বে আলোচনা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়সহ যুবলীগের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। শেষে বর্ণাঢ্য একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


