ভারতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের না যাওয়ার সিদ্ধান্তকে ঘিরে চলমান বিতর্কের মধ্যে সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) তামিম ইকবাল বিশ্বকাপ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরেন। সেই বক্তব্যের একটি ফটোকার্ড ফেসবুকে শেয়ার করে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম লেখেন, ‘এইবার আরো একজন পরিক্ষিত (পরীক্ষিত) ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।’ মন্তব্যটি ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হলে পরে পোস্টটি মুছে ফেলা হয়।

এর আগে মুস্তাফিজুর রহমানকে আইপিএল-এর কলকাতা নাইট রাইডার্স দল থেকে সরিয়ে দেওয়া এবং তার পরবর্তী প্রতিক্রিয়ায় বাংলাদেশ দল ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। পরে এই দুই বিষয় নিয়েই মূলত সাম্প্রতিক উত্তেজনা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে তামিম বলেন, তিনি বোর্ডে থাকলে সিদ্ধান্ত নিতেন দেশের ক্রিকেটের ভবিষ্যৎ, আন্তর্জাতিক অবস্থান ও দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনা করে।
তামিম আরও বলেন, বিসিবি একটি স্বাধীন সংস্থা হলেও সরকারের সঙ্গে আলোচনা প্রয়োজন। তবে বোর্ডের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা থাকা জরুরি। পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, বাংলাদেশের ক্রিকেটের বড় একটি অর্থনৈতিক ভিত্তি আইসিসিনির্ভর, যা সিদ্ধান্ত নেওয়ার সময় বিবেচনায় রাখা দরকার।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর বিসিবি নির্বাচনে পরিচালক নির্বাচিত হন নাজমুল ইসলাম। ওই নির্বাচন ঘিরেও নানা অভিযোগ ওঠে। ‘নির্বাচন ফিক্সিং’-এর অভিযোগ তুলে তামিম ইকবালসহ একাধিক প্রার্থী তখন সরে দাঁড়ান।


