বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে বুধবার (৫ নভেম্বর) বিসিবিতে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি।
বিসিবি সূত্রে জানা গেছে, চুক্তি অনুযায়ী নিজের নোটিশ পিরিয়ডে দলের সঙ্গে কাজ করবেন সালাউদ্দিন। তাই আসন্ন আয়ারল্যান্ড সিরিজেই শেষবারের মতো দায়িত্ব পালন করবেন ঘরোয়া ক্রিকেটের সফলতম এই কোচ।
গত বছরের ৫ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত হয়েছিলেন সালাউদ্দিন। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি থাকলেও ঠিক এক বছরের মাথায় দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি।
মঙ্গলবার থেকেই তার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ-কে তিনি সংক্ষেপে বলেন, “হ্যাঁ, আমি পদত্যাগ করছি।”
সালাউদ্দিন জাতীয় দলে সিনিয়র সহকারী কোচের পাশাপাশি ব্যাটিং কোচের দায়িত্বও পালন করছিলেন। তার সময়েই দলের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে সমালোচনা বাড়ে। এরই মধ্যে বিসিবি আয়ারল্যান্ড সিরিজের জন্য মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।
সালাউদ্দিন দায়িত্ব ছাড়লেও ঘরোয়া ক্রিকেটে আবার তাকে দেখা যেতে পারে বলে জানা গেছে। আসন্ন বিপিএলেও কোনো দলের কোচ হিসেবে তার দায়িত্ব নেওয়ার সম্ভাবনা রয়েছে।


