ফুটবল দুনিয়ায় এবার সবচেয়ে বড় চমকটা এল উসমান দেম্বেলের হাত ধরে। পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো এই ফরাসি ফরোয়ার্ড জিতলেন ব্যালন ডি’অর। বার্সেলোনার কিশোর তারকা লামিনে ইয়ামালকে পেছনে ফেলে ক্যারিয়ারের প্রথমবারের মতো বিশ্বের সেরা ফুটবলারের স্বীকৃতি পেলেন দেম্বেলের।
সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক থিয়াত্র দ্যু শাতলেতে অনুষ্ঠিত হয় ব্যালন ডি’অরের ৬৯তম আসর। জমকালো আয়োজনে ফুটবল কিংবদন্তি রোনালদিনিয়োর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ২৮ বছর বয়সী দেম্বেলে।
তবে আনন্দঘন সেই মুহূর্তে পাশে পাননি সতীর্থরা। মার্সেইয়ের বিপক্ষে পিএসজির স্থগিত হওয়া ম্যাচ একই রাতে আয়োজিত হওয়ায় দলের সদস্যরা থাকতে পারেননি। শুধু উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি নাসের আল খেলাইফি।
২০২৪-২৫ মৌসুমে পিএসজির হয়ে চারটি শিরোপা জিতেছেন দেম্বেলে। বহু আকাঙ্ক্ষিত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের পথে ছিলেন অন্যতম নায়ক। এছাড়া ঘরোয়া লিগ ওয়ান, ফরাসি কাপ ও ফরাসি সুপার কাপও জেতেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ৩৫ গোল ও ১৬ অ্যাসিস্ট করে ক্যারিয়ারের সেরা মৌসুম কাটান এই উইঙ্গার। যদিও ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির কাছে হেরে রানার্সআপ হয় পিএসজি।
তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন মাত্র ১৮ বছর বয়সী ইয়ামাল। বার্সেলোনার হয়ে ৫৫ ম্যাচে ১৮ গোল ও ২৫ অ্যাসিস্ট করেন তিনি। লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতে আলো ছড়ালেও শেষ পর্যন্ত ব্যালন ডি’অরের সোনালি ট্রফি ছুঁতে পারেননি এই তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড।
‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিন ১৯৫৬ সাল থেকে ব্যালন ডি’অর দিয়ে আসছে। সাংবাদিকদের ভোটের ভিত্তিতে নির্বাচিত হয় বছরের সেরা খেলোয়াড়। আগে ক্যালেন্ডার বর্ষের পারফরম্যান্স ধরা হলেও ২০২২ সাল থেকে মৌসুমভিত্তিক পারফরম্যান্স হিসাব করা হচ্ছে। এবারের সময়সীমা ছিল ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ১৩ জুলাই পর্যন্ত।