অন্বেষণ ডেস্ক : মেটার নতুন প্ল্যান অনুযায়ী জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক ব্যবহারের অভিজ্ঞতায় বড় পরিবর্তন আসতে যাচ্ছে। বুধবার (২৮ জানুয়ারি) প্রযুক্তি বিশ্বের বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে যে, এই তিনটি মাধ্যমের জন্য আলাদা প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালু করার পরিকল্পনা করছে মূল প্রতিষ্ঠান মেটা। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির খরচ সামলাতে এবং ব্যবহারকারীদের উন্নত সেবা দিতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
দীর্ঘদিন ধরে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করে আসছেন। তবে সম্প্রতি এআই প্রযুক্তিতে মেটার বিশাল বিনিয়োগ এবং উন্নত ফিচারের চাহিদা বাড়ার কারণে সংস্থাটি বিকল্প আয়ের পথ খুঁজছে। জানা গেছে, নতুন এই সাবস্ক্রিপশন মডেলটি বর্তমানের ‘মেটা ভেরিফায়েড’ সেবা থেকে সম্পূর্ণ আলাদা হবে। এতে সাধারণ ব্যবহারকারীদের জন্য কিছু বিশেষায়িত টুল যুক্ত করার সম্ভাবনা রয়েছে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, মেটার এই প্রিমিয়াম সাবস্ক্রিপশনের অন্যতম প্রধান আকর্ষণ হতে পারে উন্নত ‘মানুস এআই এজেন্ট’ (Manus AI Agent)। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্মার্ট রিপ্লাই, কনটেন্ট তৈরিতে সহায়তা এবং বিভিন্ন স্বয়ংক্রিয় কাজের সুবিধা পাবেন। ফলে ব্যক্তিগত ও পেশাগত কাজে সোশ্যাল মিডিয়া ব্যবহারের গতি ও মান উভয়ই বৃদ্ধি পাবে।
অন্যদিকে, ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের দীর্ঘদিনের কিছু চাহিদাও এই প্রিমিয়াম প্ল্যানে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে, কে ফলো করলেও পাল্টা ফলো করছে না, তা জানার সুবিধা এবং অন্যরা বুঝতে না পারার মতো করে স্টোরি দেখার অপশন যুক্ত হতে পারে। এছাড়া ‘ভাইবস’ নামক নতুন ফিচারের মাধ্যমে স্বল্প দৈর্ঘ্যের সৃজনশীল ভিডিও তৈরির সুযোগও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও উন্নত চ্যাট ফিচার এবং অতিরিক্ত কাস্টমাইজেশন সুবিধা যুক্ত হতে পারে। তবে মেটার পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, এই প্রিমিয়াম সাবস্ক্রিপশন গ্রহণ করা সম্পূর্ণ ঐচ্ছিক বিষয়। যারা অর্থ ব্যয় করতে চান না, তারা আগের মতোই বিনামূল্যে অ্যাপগুলো ব্যবহার করতে পারবেন। সাধারণ ফিচারগুলোতে কোনো পরিবর্তন বা সীমাবদ্ধতা আরোপ করা হবে না।
নতুন এই উদ্যোগের সঙ্গে ব্যবহারকারীদের গোপনীয়তা সংক্রান্ত কিছু উদ্বেগও সামনে এসেছে। বিশেষ করে হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন বা এআই ফিচার চালুর পর ব্যক্তিগত ডাটা ব্যবহারের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। তবে মেটার দাবি, তাদের ডাটা সুরক্ষা নীতিতে নেতিবাচক কোনো পরিবর্তন আনা হচ্ছে না এবং ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় তারা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
মেটার এই উদ্যোগ সোশ্যাল মিডিয়ার ব্যবসায়িক কাঠামোতে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও ব্যবহারকারীরা এই প্রিমিয়াম সাবস্ক্রিপশনের জন্য অর্থ খরচ করতে কতটা আগ্রহী হবেন, তা সময় এবং ফিচারের কার্যকারিতার ওপরই নির্ভর করবে। আপাতত আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় প্রযুক্তিপ্রেমীরা।


