বগুড়ার শেরপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনসহ একাধিক ফৌজদারি ধারায় দায়েরকৃত একটি মামলায় চারজন রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মামলাটি দায়ের করা হয় ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর ।
তদন্ত সাপেক্ষে পুলিশ ১৬ এপ্রিল ২০২৫ তারিখে পৃথক অভিযানে চার আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, সীমাবাড়ী ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক ও বর্তমান যুবলীগের প্রচার সম্পাদক মোঃ আল আমিন খান (৩৭) । তিনি টাকাধুকুরিয়া গ্রামের বাসিন্দা এবং মোঃ নুরুল ইসলাম খানের পুত্র।
ভবানীপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক, মৃত রসুল মাহমুদের পুত্র চন্ডিপুরের মোঃ আব্দুর রাজ্জাক (৪০),
ভবানীপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক, মোঃ কাশেম আলীর পুত্র, ছোনকা পূর্বপাড়া গ্রামের সোহেল রানা (৪৫) এবং একই গ্রামের যুবলীগ কর্মী মৃত শহিদুল ইসলামের পুত্র শাহ আলম (২৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৬ এপ্রিল দিবাগত রাত পৌণে একটার দিকে সীমাবাড়ী ইউনিয়নের টাকাধুকুরিয়া বাজার এলাকা থেকে আল আমিন খানকে গ্রেফতার করা হয়। একই দিন বেলা সারে ১১টায় দলিল এলাকা থেকে বাকি তিন আসামিকে আটক করা হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরকসহ বিভিন্ন ধারায় মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।