পুলিশ হত্যা মামলায় আরও ২ আসামিকে আটক করা হয়েছে। বিএনপির দলের সমাবেশ চলাকালীন রাজধানীর নয়াপল্টনে পুলিশ সদস্য মো: আমিরুল ইসলাম পারভেজ হত্যা মামলায় আরও দুই আসামিকে আটক করেছে র্যাব।
আটককৃতরা চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মো: ইউসুফ আলী ও ফেনী জেলা যুবদলের সভাপতি মো: জাকির হোসেন জসিম।
জানা গেছে, শনিবার (১১ নেভেম্বর) রাত থেকে রবিবার (১২ নভেম্বর) ভোর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ও ফেনী সদর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন র্যাব-৫ ও র্যাব-৭।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শনিবার (২৮ অক্টোবর) পুলিশ হত্যার ঘটনায় সিসিটিভি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্ত পূর্বক আটক করা হয়।
তিনি আরও জানান, শনিবার (১১ নভেম্বর) গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মো: ইউসুফ আলীকে আটক করেছে র্যাব-৫।
আজ রবিবার (১২ নভেম্বর) ভোরে ফেনী সদর এলাকায় অভিযান চালিয়ে ফেনী জেলা যুবদলের সভাপতি মো: জাকির হোসেন জসিমকে আটক করেছে র্যাব-৭।
আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কমান্ডার খন্দকার আল মঈন।
গত শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে পুলিশ সদস্য মো. আমিরুল ইসলাম পারভেজ নিহত হন। এ ঘটনায় পর দিন (২৯ অক্টোবর) পল্টন থানায় পুলিশ বাদী মামলা করা হয়।